যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদে আগুন, মুসলমানরা আতংকিত
প্রকাশিত হয়েছে : ৬:২৪:৪৭,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবার মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের তিন মুসলিম শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর গত শুক্রবার ভোরে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে এ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয় মুসলমানরা দাবি করেছেন। এ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় মুসলমানরা আতংকিত হয়ে পড়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
বাংলা প্রেস জানায়, শুক্রবার ভোরে সাড়ে ৫টার দিকে দক্ষিণ-পূর্ব হোস্টনের কুবা ইসলামিক ইনিস্টিটিউট নামের ওই মসজিদ ভবনটিতে আগুন ধরে যায়। এতে ভবনটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপক কর্মকর্তারা ভবনটি বন্ধ করে দিয়েছেন। মসজিদের ইমাম জাহিদ আব্দুল্লাহ ছেলে আহসান জাহিদ গণমাধ্যমকে জানান, তদন্তকারীরা তাকে জানিয়েছেন ঘটনাস্থলে পেট্রোলের মতো দাহ্যবস্তুর উপস্থিতি পাওয়া গেছে। আর দাহ্যবস্তুর উপস্থিতি প্রমান করে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি বলেন, তদন্তকারীদের কাছে কুকুর ছিলো। আর কুকুর দাহ্যবস্তুর গন্ধ শুকতে সক্ষম হয়েছে। এটা কোন দুর্ঘটনা ছিলো না।’
তবে অগ্নিনির্বাপক কর্মকর্তা কেনিয়াথ পার্কার জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও তারা জানেন না। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা। অবশেষে যুক্তরাষ্ট্রের তিন মুসলিম শিক্ষার্থীর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বারাক ওবামা।
গত মঙ্গলবার এক বন্দুকধারী চ্যাপেল হিলের বাসিন্দা নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেন। গত শুক্রবার এক বিবিৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘বর্বর এবং ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই দিনে টেক্সাসের মসজিদে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।