পাক-ভারত যুদ্ধের সেরা ১০ ম্যাচ
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৪৮,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
রাত পোহালেই শুরু হয়ে যাবে পাক-ভারত যুদ্ধ। সে যুদ্ধ ২২ গজে ব্যাট-বলের। ক্রিকেট বিশ্বের চোখ এই ম্যাচের দিকে। কে জিতবে এই ম্যাচ। ইতিহাস ভারতের পক্ষে, সাম্প্রতিক জ্বলজ্বলে পারফরমেন্স উজ্জীবিত করছে পাকিস্তানকে। অনেক হিসাব-নিকাশ চলছে এই ম্যাচ নিয়ে। অ্যাডিলেড ওভালে এই মহারণের আগে এক নজরে দেখে নেয়া যাক পাকিস্তান-ভারতের উল্লেখযোগ্য ১০ ওয়ানডে ম্যাচের সংক্ষিপ্ত চিত্র।
১৮ জানুয়ারী, ১৯৯৮
পাকিস্তান ৩১৪/৫, ভারত ৩১৬/৭
ভারত তিন উইকেটে জয়ী, ইন্ডিপেন্ডেন্স কাপ, ঢাকা।
*ঋষিকেশ কানিতকরের এক বল বাকি থাকতে বাউন্ডারি।
১৮ এপ্রিল, ১৯৮৬
ভারত ২৪৫/৭, পাকিস্তান ২৪৮/৯
পাকিস্তান এক উইকেটে জয়ী, অস্ট্রাল-এশিয়া কাপ ফাইনাল, শারজা।
*ইনিংসে শেষ বলে চেতন শর্মাকে মিঁয়াদাদের ছক্কা।
২২ মার্চ, ১৯৮৫
ভারত ১২৫, পাকিস্তান ৮৭
ভারত ৩৮ রানে জয়ী, চতুর্দেশীয় টুর্নামেন্টে, শারজা।
*ইমরানের খানের ১৪ রানে ছয় উইকেট।
২৫ অক্টোবর, ১৯৯১
পাকিস্তান ২৬২/৬, ভারত ১৯০
পাকিস্তান জয়ী ৭২ রানে, উইলস ট্রফি ফাইনাল, শারজাহ।
*হ্যাটিট্রিকসহ আকিব জাভেদের ৩৭ রানে সাত উইকেট।
৯ মার্চ, ১৯৯৬
ভারত ২৮৭/৮, পাকিস্তান ২৪৮/৯
ভারত জয়ী ৩৯ রানে, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, বেঙ্গালোর।
*অজয় জাদেজার ২৫ বলে ৪১ রান।
১৮ সেপ্টেম্বর ১৯৯৭
ভারত ১৮২/৬, পাকিস্তান ১৪৮
ভারত জয়ী ৩৪ রানে, সাহারা কাপ টরোন্টো।
*সৌরভ গাঙ্গুলীর ম্যাজিক বোলিং ফিগার, ১০-৩-১৬-৫।
১৬ এপ্রিল ১৯৯৯
পাকিস্তান ১২৯/২, ভারত ১২৫
পাকিস্তান ৮ উইকেটে জয়ী, কোকাকোলা কাপ।
*১১ রানে তিন উইকেট ওয়াসিম আকরামের।
১ মার্চ ২০০৩
ভারত ২৭৬/৪, পাকিস্তান ২৭৩/৭
ভারত ছয় উইকেটে জয়ী, বিশ্বকাপের গ্রুপ ম্যাচ।
*শচীনের ৯৮ রান।
৩০ মার্চ ২০১১
ভারত ২৬০/৯, পাকিস্তান ২৩১
ভারত জয়ী ২৯ রানে, বিশ্বকাপ সেমিফাইনাল।
*শচীনের ৮৫ রান, ও চারটি ক্যাচ মিস।
১৩ মার্চ ২০০৪
ভারত ৩৪৯/৭, পাকিস্তান ৩৪৪/৮
ভারত জয়ী পাঁচ রানে, দ্বিপাক্ষিক সিরিজ, করাচি।
*ইনজামামের ১২২, দ্রাবিড়ের ৯৯ রান।