দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কেজরিওয়াল
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৩৫,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: রামলীলা ময়দানে শনিবার শপথ নিয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নিয়েছেন। শপথ শেষে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছেন আপ নেতা।
কেজরিওয়াল ঘনিষ্ঠ মনীশ সিসোদিয়া উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তার হাতে আরো থাকছে প্রকল্প ও কর্ম উন্নয়ন, নগরোন্নয়ন ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তর। এছাড়া জিতেন্দ্র সিং তোমার আইনমন্ত্রী, সন্দীপ কুমার নারী ও শিশু কল্যাণমন্ত্রী, সত্যেন্দ্র জৈন স্বাস্থ্য ও শিল্পমন্ত্রী, অসিম আহমেদ খান খাদ্যমন্ত্রী এবং গোপাল রাই পর্যটন ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।