নাশকতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:২১:২৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: সারাদেশে নাশকতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহানগর যুবলীগের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী।
এরআগে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। সারাদেশে নাশকতার প্রতিবাদে মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় রাকাব’র প্রধান কার্যালয়ের সামনে রাকাব বঙ্গবন্ধু পরিষদ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, পরিচালক প্রফেসর ওবায়দুর রহমান প্রমানিক, ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক খানসহ আরও অনেকে। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন, অফিসার্স ফোরাম ও কর্মচারী সংসদ সংগঠন।