অপেক্ষায় বাপ্পি-কোয়েলের রোম্যান্স!
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:১৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ঢালিউড আর টলিউডের অভিনেতা-অভিনেত্রীর আদান প্রদানের সখ্যতা অনেক দিনের। তারই ধারাবাহিকতায় এবার ঢালিউডে আসতে চলেছেন টলি কুইন কোয়েল মল্লিক।
তারই রেশ ধরে ঢালিউড পরিচালক ওয়াজেদ আলী সুমনের নতুন সিনেমা ‘স্বর্গীয় প্রেম’ এর হাত ধরে আসছেন টলি কুইন কোয়েল মল্লিক। এখন শুধু অপেক্ষা কেমন জমে উঠে ঢালিউডের বাপ্পি এবং টলিউডের কোয়েল মল্লিক এই নতুন জুটির রোম্যান্স।
পরিচালক বলেন, এটা ঠিক আমরা বাপ্পির বিপরীতে কোয়েল মল্লিককে নিতে চাচ্ছি। তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। খুব শিগগিরই কলকাতায় গিয়ে উনার সঙ্গে চূড়ান্ত বৈঠক করব। আশা করছি আমাদের ছবিতে তিনি অভিনয় করতে রাজি হবেন।
পরিচালক আরও বলেন, কাজটি করতে কোয়েল যদি রাজি না হয়, তাহলে নতুন কোনও নায়িকাকে নিয়ে চিন্তা করতে হবে। এ ক্ষেত্রে কয়েকজন লাক্স তারকার কথা ভেবে রেখেছি।