৭২ ঘন্টা হরতালের প্রথম দিন : সিলেটে বিক্ষোভ মিছিল, পুলিশ-পিকেটার ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৮:০২:১৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক ::
২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের ১ম দিনে সিলেটে পিকেটার-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার, বিক্ষোভ মিছিলসহ ককটেল বিস্ফোরণেরমত ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর সোবহানীঘাট এলাকায় রোববার সকালে স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল হরতাল-অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে।
এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে আবারো মিছিল দিতে চাইলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পিকেটাররা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রবিবার সকালে হরতালের শুরুতেই নগরীর দরগাহ গেইট থেকে শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টা সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় শিবির নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে করে পুলিশ আসার আগেই সরে পড়ে।
হরতালে নাশকতা মোকাবেলায় নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক রাখা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
নগরীতে সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও নেই পর্যাপ্ত উপস্থিতি। দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। ছোট ও হালকা যান চলাচল করতে দেখা গেলেও ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। টাইম শিডিউল ঠিক না থাকলেও ট্রেন চলাচল অব্যাহত আছে বলে জানা যায়।
গত শুক্রবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে টানা ৭২ ঘন্টার এই হরতালের ডাক দেয়া হয়। এছাড়া দেশব্যাপী লাগাতার অবরোধও অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।