রিজভী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৪১,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে র্যাব।
অজ্ঞাত স্থান থেকে শুক্রবার বিকেল ৫টায় টানা ৭২ ঘণ্টার হরতালের আহ্বানের ১০ ঘন্টা পর রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ তিনি নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তুলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।
তবে চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান তিনি। মূলত এর পর থেকেই গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন বিএনপির এই নেতা।