খালেদাকে বিজিএমইএ’র স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২:০৩:১৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ব্যবসা-বাণিজ্য সচল থাকে এমন কর্মসূচি দিতে আহ্বান জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বাঁচতে চাই।
ব্যবসা করতে চাই। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে বিজিএমইএ এর ৯ সদস্যর প্রতিনিধি দল স্মারকলিপি দেয়।
আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিমুল বিশ্বাস বলেছেন, ম্যাডাম স্মারকলিপি দেখে বিবেচনা করবেন। আমরা বলেছি ব্যবসায়ীরা যেন
রাজনীতির শিকার না হই।
আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের ৪৫ টি সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য, রাজনীতিবিদদের
ব্যবসাবান্ধব কর্মসূচি দিতে আহবান জানাতে এসেছি আমরা। দীর্ঘ ২২ দিন আমরা আবদ্ধ অবস্থায় আছি। এতে অর্থের চেয়েও ইমেজ সংকট হচ্ছে
বেশি। যা টাকা দিয়েও পূরণ হবে না। পোষাক থাতে দেশের ৮৫ ভাগ আয় আসে জানিয়ে তিনি বলেন, টেক্সটাইল খাতে ৪৪ লক্ষ মানুষ কাজ করে।
আর গার্মেন্ট খাতে প্রত্যক্ষভাবে ১ কোটি পরোক্ষভাবে ৫ থেকে ৬ কোটি মানুষ জড়িত। তিনি বলেন, দুপুরে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে
প্রধানমন্ত্রীকেও এসব কথা বলে এসেছি।