সেনবাগে মলমপার্টির সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ১১:১১:৫২,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নোয়াখালী সেনবাগ পৌর শহরের ইসলামী ব্যাংক এলাকা থেকে মলমপার্টির লিডার আবদুস ছাত্তারকে (৭০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটককৃত আবদুস ছাত্তার লাকসাম উপজেলার চরবাড়িয়া গ্রামের আজগোরা বাজার এলাকার মিনা মেম্বারের বাড়ির।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ পৌরসভার আমতলী মেলার ব্যাবসায়ী আবদুল রব মিয়া ইসলামী ব্যাংক থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা তুলে ব্যাংক থেকে নামার পথে মলমপার্টির লিডার আবদুস ছাত্তার ও তার অপর সহকর্মী আবদুর রব মিয়াকে পিছন থেকে ডেকে বলে আপনার টাকা পড়ে গেছে। আপনি টাকাগুলো গুনে দেখেন। তখন আবদুর রব মিয়া পকেটে হাত দিয়ে দেখে টাকা ঠিক আছে। একই কায়দায় আগেও ইসলামী ব্যাংকের অনেক গ্রাহককের কাছ থেকে টাকা নিয়ে গেছেন মলমপার্টির লোকেরা । এই তথ্যটি আবদুর রব মিয়ার জানা ছিল। বিষয়টি বুঝে তিনি মলমপার্টির লিডার আবদুস ছাত্তারকে জাপটে ধরে ফেলেন। এ সময় তার সাথে থাকা মলমপার্টির অপর সদস্য জমির উদ্দিন (২৫) পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।