ছাত্রদল নেতা এলিন শেখের বাসায় যৌথবাহিনীর তল্লাশীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ৫:২১:৩১,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
সিলেট জেলা ছাত্রদল নেতা মোঃ এলিন শেখ-এর বাসায় যৌথবাহিনীর তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গনতন্ত্র পুনঃরুদ্ধার সংগ্রামের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, দমন এবং নির্মূল করতে জনবিচ্ছিন্ন সরকার যৌথবাহিনী অভিযানের নামে সারাদেশে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা নিরপরাধ শিশু এবং নারীরাও।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনী হানা দেয় জেলা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা এলিন শেখ এর বাসায়। অতীতে তার বিরুদ্ধে কোন মামলা এমনকি থানায় কোন সাধারন ডায়রী না থাকলেও গভীর রাতে তল্লাশির নামে যৌথবাহিনীর হয়রানী সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত এবং মানবাধিকারের চরম লংঘন।
নেতৃবৃন্দ অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অপতৎপরতা বন্ধের আহবান জানান। এদিকে সদর থানা ছাত্রদল নেতা আশিকুজ্জামান আশিকের বাড়িতে পুলিশী অভিযান এবং তাকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেফতার করার নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট জেলা ও মহানগর ছাত্রদল
বিবৃতিদাতারা হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, জেলা সভাপতি সাঈদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহীন, জেলা সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম স্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।-বিজ্ঞপ্তি