মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের নয়নিতা
প্রকাশিত হয়েছে : ৬:১১:৩১,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: ২০১৫-এর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে রওনা দিলেন ভারতের এবারের প্রতিযোগী নয়নিতা লোধ। বেঙ্গালুরুর এই মডেল রোববার যাত্রা শুরু করলেন ফ্লোরিডার উদ্দেশ্য। ২৫ জানুয়ারী সেখানেই বসছে মিস ইউনিভার্সের আসর।
বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী নয়নিতা এর আগে পেয়েছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১৪ খেতাব। শুধু পড়াশোনাতেই নয় সব ক্ষেত্রেই নয়নিতা ভালো ছাত্রী। আর তাই প্রতিযোগিতা তার পছন্দের একটি বিষয়। যা কিছু হোক, জীবনের সব অভিজ্ঞতা, প্রতি মুহূর্তকেই সেলিব্রেশন মনে করেন তিনি।
২১ বছরের নয়নিতা একবার হাসতে শুরু করলে আর থামতেই চান না। চার্মিং এই পার্সোনালিটি তার বড় সম্পদ। নয়নিতার প্রিয় খাবারের তালিকায় আছে ডেসার্ট আর স্ট্রেস কমাতে হলেই শপিং করতে বেরিয়ে পড়েন।
সারা পৃথিবীর মোট ৮৮ টি দেশ অংশ নিয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। তার মধ্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন নয়নিতা।