রিকি মার্টিন নিহত? স্বর্গ থেকে ইনস্টাগ্রামে ছবি!(ভিডিও)
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৪৫,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: ‘নিউ ইয়ারের দিনে এক দুঃখজনক অ্যাক্সিডেন্টে রিকি মার্টিন মারা গেছেন’, এই শিরোনামে ৩ জানুয়ারি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একটা ভয়াবহ দুর্ঘটনায় হাই স্পিডে আসা একটি গাড়ি রাস্তার ডিভাইডারের সাথে এসে ধাক্কা খেয়ে গাড়ি ভেঙ্গে একজন উড়ে গিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। ভিডিওটিতে এমনভাবে বর্ণনা দেয়া হয় যে দর্শক ভেবে নেবেন যে তিনি মৃত্যুবরণ করেছেন।
“শকিং অ্যান্ড আপকামিং” নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি, ২০ ঘন্টার মধ্যে ১ লাখ ৭৫ হাজার জন দেখে।
ভিডিওটির রিপোর্টে বলা হয়: মাল্টি-প্ল্যাটিনাম সঙ্গীতশিল্পী এনরিক মার্টিন মোরালেস যিনি রিকি মার্টিন নামেই পরিচিত, ১ জানুয়ারি বিকেল ৪.৩০ মিনিটে লস এঞ্জেলেসের এক ফ্রিওয়েতে নিজের বিএমডব্লিউ কনভার্টেবল কার চালানোর সময় অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
সে যা-ই হোক, ৪ জানুয়ারি রিকি মার্টিন তাঁর অফিশিয়াল টুইটার পেজ থেকে এই গুজবের জবাব দিয়েছেন খুব মিষ্টি ও মজার ভঙ্গিতে:“হ্যালো: স্বর্গ থেকে”
রিকি তাঁর টুইটার ভক্তদের উদ্দেশ্যে ‘রিকি মার্টিন ইনস্টাগ্রাম’ অ্যাকাউন্ট থেকে একটি ছবি দেন। ছবিতে দেখা যায় যে তিনি দারুণ মনোরম একটি সৈকতে আছেন। এই ছবি দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন যে তিনি বেঁচে আছেন। আদপেই যে মারা যাননি এটি আরো সুনিশ্চিত করার জন্যই যেন কিছুক্ষণ পর আরেকটি ছবি দেন যেখানে তিনি সূর্যাস্ত দেখছেন। এটিতে একটি হ্যাশট্যাগ দেন- “স্বর্গে সূর্যাস্ত”।
স্প্যানিশ ভাষার অনেকগুলো ওয়েবসাইট রিকির বেঁচে থাকার খবর জানিয়ে রিপোর্ট করে ভাসিয়ে দেয় এই ভুয়া নিউজ পোর্টালটিকে।
রিকি মার্টিন নিজে এর আগে টুইটারে শকিং নিউজ দিয়ে আলোড়ন তুলেছিলেন।
যাক, ভক্তরা আপাতত নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ রিকি জীবিত আছেন এবং কোনো এক গ্রীষ্মমন্ডলীয় এলাকায় ছুটি কাটাচ্ছেন, যে জায়গাটি তাঁর ভাষায়- ‘স্বর্গ’!
[youtube]PQcXpwa_3Zc[/youtube]