বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৩২:৫৭,অপরাহ্ন ০৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাছখুড়ি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন এক যুবক। পরে তিনি বিলের পানিতে ভেসে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জৈন্তাপুর উপজেলার বাহুরবাগ মল্লিকপুরে অকেন্দ্র বিশ্বাসের ছেলে পাখি বিশ্বাস প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার ভোরে গাছখুড়ি বিলে মাছ ধরতে যায়। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে ওই বিলে প্রবল বেগে ঝড়-তুপান আসে। এ সময় পাখি বিশ্বাসের উপর বজ্রপাত পড়ে। সবাই পাড়ে ও নৌকায় উঠলেও পাখি বিশ্বাস আসতে পারেনি। সে বিলের পানিতে তলিয়ে যায়।
এ ব্যপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।