৫ বছরের মধ্যেই নিজস্ব চালকবিহীন গাড়ী আনবে গুগল
প্রকাশিত হয়েছে : ৭:২০:৩১,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: গত বছরের কিছু আলোচ্য বিষয়ের মধ্যে গুগলের নিজস্ব চালকবিহীন গাড়ী একটি। যদিও এর আগে পরীক্ষামূলক ভাবে গুগল গাড়িগুলো রাস্তায় নামিয়েছিল। তবে সে সময়ে নিরাপত্তার খাতিরে চালকের আসনে একজন গাড়িটি নিয়ন্ত্রণ করেছিলেন। গুগলের চালক বিহীন এ গাড়িতে নেই কোনো স্টিয়ারিং হুইল, অ্যাকসেলারেশন প্যাডল কিংবা ব্রেক! নিজে নিজেই গাড়িটি চলতে ও থামতে পারবে। নিজেদের এমন গাড়ির ঘোষণা দেওয়ার সময়ই গুগল এ ধরনের তথ্য জানিয়েছিল। এই গাড়ী নির্মাণে গুগল কাজ করে যাচ্ছে বলেই জানা গেছে এতদিন। গুগল গাড়ী নির্মাণের কথা বললেও যেহেতু গুগল গাড়ী নির্মাণকারী প্রতিষ্ঠান নয় তাই তারা এই গাড়ী নির্মাণের হার্ডওয়্যার সংক্রান্ত যাবতীয় কাজের জন্য অন্য কোন প্রতিষ্ঠানের সাহায্য নিতে আগ্রহী।
এদিকে সম্প্রতি গুগল জানায় আগামী ৫ বছরের মধ্যেই এই স্বচালিত গাড়ী বাজারে ছাড়তে চায়। আগামী বছর সম্ভবত এই গাড়ীর প্রথম পরীক্ষামূলক ড্রাইভিং পরিচালনা করা হবে।
গাড়ী নির্মাণে বাহিরের কোন প্রতিষ্ঠানের সাহায্য নেওয়ার বিষয় সম্পর্কে ক্রিস আর্মসন বলেন গাড়ি চলাচলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, গাড়ী তৈরির জন্য যেহেতু যাবতীয় সফটওয়্যারের উপর গুগল কাজ করছে তাই হার্ডওয়্যারের কাজের জন্য বাহিরের সহযোগিতা নিতেই তারা আগ্রহী। আগামী ৫ বছরের মধ্যেই গুগলের চালকবিহীন এসব গাড়ী রাস্তায় নামানোর আশা প্রকাশ করেছেন ক্রিস।