১৯৯ রানের লক্ষ্যে মারমুখি তামিম-সৌম্য
প্রকাশিত হয়েছে : ৩:১১:৩২,অপরাহ্ন ২১ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
বৃষ্টির পর খেলার ৩ ওভার কমিয়ে দেওয়া হলেও মুস্তাফিজের থাকে মাত্র এক বল তাতে কি এই এক বলেই উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটকে পর পর দুইবার চমক দেখিয়ে দুইমাচে করে নিলেন মোট ১১ উইকেট। আর পরের ছয় বল যেতে না যেতেই বাকি কাজটা সেরে ফেলেন রুবেল হোসেন।
২০০ রানে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে কবর দেন বাংলাদেশি বিধ্বংসী বোলাররা। আর বৃষ্টির কারণে মাত্র ১ রান কমিয়ে বাংলাদেশের লক্ষ্য ধরে দেওয়া হয়েছে ১৯৯ রান।
জবাবে বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২৪ রান। তামিম ইকবাল ১২ এবং সৌম্য সরকার ৮ রানে ব্যাট করছেন।
ইতিহাসের পাতায় দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকের পর প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেটের বেশি পাওয়ার কীর্তি গড়ে ইতিমধ্যেই ভারতের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দিয়েছেন। আর মুস্তাফিজের আঘাতের পর এবার আঘাত হেনেছে বৃষ্টি।
ম্যাচের দ্বিতীয় বলে রোহিত শর্মার উইকেট নিয়ে দিন শুরু করে একের পর এক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, এ আর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং বৃষ্টির পর শেষ বলে জাদেজাকে বোল্ড করেন মুস্তাফিজ।