১৮টি দেশে তারেকের বিরুদ্ধে মামলা করবে ইউরোপিয়ান আ’লীগ
প্রকাশিত হয়েছে : ১০:০০:৩৫,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমানে সফররত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম. এ গণি।
তিনি বলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের নির্দেশে আগামী ১ সপ্তাহের মধ্যে ইউরোপের ১৮টি দেশে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়াও লন্ডন থেকে তারেক রহমানকে যেন অতি শীঘ্রই বাংলাদেশে পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের নিকট আবেদন করবেন। ইউরোপের ১৩ লক্ষ বাঙালি তারেক রহমানের এই বক্তব্যকে নিন্দা করে সভা-সমাবেশ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে লন্ডন ও ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন শাখা যেমন ছাত্রলীগ, যুবলীগ, স্বেছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ তীব্র নিন্দা করে এবং তার বিচারের জন্য বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে স্মারক লিপি প্রদান করছেন।
জনাব এম, এ গণি এ ব্যাপারে আগামী ২৭ ডিসেম্বর থেকে ইউরোপের বিভিন্ন শহরে সভা-সমাবেশে যোগদানের জন্য ২৬ ডিসেম্বর লন্ডন পৌঁছবেন।