১৬ হাজার টাকায় ল্যাপটপ!
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৪২,অপরাহ্ন ২০ মে ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: এক প্রকার ল্যাপটপ গ্রাহকদের জন্য সুখবর নিয়েই এসেছে গুগল। এবার গুগলের ক্রোমবুক ল্যাপটপ পা্ওয়া যাবে মাত্র ১৬ হাজার টাকায়। জায়ান্ট প্রতিষ্ঠানটি জোলা এবং নেক্সিয়ানের সমন্বয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপটি তৈরি করেছে।
জোলো ক্রোমবুক ও নেক্সিয়ান এয়ার ক্রোমবুক মডেলের ডিভাইস দুটির কনফিগারেশন প্রায় একই। ১১.৬ ইঞ্চি টিএফটি ডিসপ্লের ল্যাপটপ দুইটির রেজ্যুলেশন যথাক্রমে ১৩৬৬ *৪৬৮ এবং ১৩৬৬ *৭৬৮ পিক্সেল। এতে রয়েছে ১.৮ গিগাহার্টজ এ১৭ রকচিপ কোয়াডকোর প্রসেসর, ২ জিবি ডিডিআআরথ্রি র্যাম।
ভিডিও চ্যাটের জন্য রয়েছে ১ মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্লুটুথ সুবিধা। ৮ ঘণ্টা ব্যাকআপ দিতে ল্যাপটপ দুইটি রয়েছে ৪ হাজার দুইশত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এছাড়া স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ইন্টারনাল ১৬ গিগাবাইট মেমোরি, যার মধ্যে থেকে ৯ গিগাবাইট ব্যবহার করা যাবে। এতে রয়েছে এসডি কার্ড স্লট, ২ টি ইউএসবি এবং একটি এইচডিএমআই পোর্ট।
বর্তমানে ভারতের বাজারে ল্যাপটপটি উন্মুক্ত করা হয়েছে। ই-কমার্স সাইট স্ন্যাপডিল এবং অ্যামাজন থেকে ল্যাপটপটি কেনা যাচ্ছে।