হৃদয় স্পর্শ করা গুগলের ‘ইয়ার ইন সার্চ’
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৫৬,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: সার্চ জায়ান্ট গুগলের সাহায্যে বিশ্বে প্রতিনিয়ত সাবাই নানা কিছু খোঁজ করে থাকে। আর ২০১৪ সালকে হাইলাইট করতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুসন্ধান গুলো নিয়ে গুগল বানিয়েছে ‘ইয়ার ইন সার্চ’ ভিডিও।
কে জানত অনলাইনে অনুসন্ধান অনেক অনুভূতির সৃষ্টি করতে পারে। গুগলের এই ভিডিওর নাটকীয় মিউজিক আপনাকে প্রায় কাঁদিয়ে দিবে। ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পাওয়া এই ভিডিওর ফিচারে মালালা ইউসুফজাইয়ের নোবেল পাওয়া থেকে শুরু করে ইবোলা সংকট সবই উঠে এসেছে। ভিডিওতে ২০১৪ সালে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া অনেক বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান প্রদর্শন করা হয়েছে।
২০১৪ সাল ছিল ঝটিকাপূর্ণ ও কঠিন একটি বছর। এসব কিছুর পরও গুগল আমাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
[youtube]DVwHCGAr_OE[/youtube]