হাসিনা পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে : খালেদা
প্রকাশিত হয়েছে : ৬:৫০:০৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “শেখ হাসিনা সরকার হামলা-মামলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তারা পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরোধী জোটের কোনো নেতাকর্মী আজ মামলার বাইরে নেই। দেশে আজ আর কোনো গণতন্ত্র নেই।”
শনিবার বিকেলে নাটোরের নবাব সিরাজউদ-দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ট। গার্মেন্টস শিল্প ধ্বংস হওয়ার পথে। দেশে প্রতিনিয়ত গুম, খুন চলছে। জনগণের নিরাপত্তা নেই।
তিনি আরো বলেন, “আজ সারাদেশে বিদ্যুৎ নেই। সরকার লুটপাটের জন্য বারবার বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়িয়েছে। এখন আবার দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এবার দাম বাড়ালে জনগণ মেনে নেবে না।”
এ দেশে বিনিয়োগ আসছে না অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “দেশি বিদেশি কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। কেউ বিনিয়োগ করলেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়। তাই দেশে বিনিয়োগ হচ্ছে না। দেশে দরিদ্রতা বেড়ে যাচ্ছে।”
সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “পাসের সংখ্যা বেশি দেখিয়ে তারা বাহবা নিচ্ছে। আজ হাসিনা ঘরে ঘরে বেকার তৈরি করছেন। তারা এটা সুপরিকল্পিতভাবে করছে। এই ষড়যন্ত্র চলতে পারে না, চলতে দেয়া যায় না।”
সরকার একে একে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে মন্তব্য করে চেয়ারপারসন বলেন, “সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, দুদক, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ধ্বংস করে দিচ্ছে। তারা বিচারপতিদের অভিসংশোনের আইন পাস করে বিচারপতিদের চাপের মধ্যে রাখছে। সরকারের মতো রায় না দিলে তাদের পদ হারাতে হবে। এখন শিক্ষাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে- যে গড়ে সবাই জিপিএ ফাইভ পাচ্ছে।”
বিএনপি চেয়ারপারসন বলেন, “আমাদের লক্ষ্য উন্নতি। দেশের উন্নতি। জনগণের মঙ্গল। আর এ সরকারের উদ্দেশ্য লুটপাট। তারা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা বিদেশ থেকে সাহায্য আনে তা জনগণের কপালে জোটে না। তা নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়।”
নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাসসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।