হত্যা মামলা থেকে বিএনপির ৩১ নেতার অব্যাহতি চেয়েছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৩২,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা এবং পুলিশ সদস্য হত্যার দায়ে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি চেয়েছে পুলিশ। এ আবেদনের প্রেক্ষিতে আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সঙ্গে বিএনপির ৩১ নেতাকমীর কোন সম্পৃক্ততা না থাকায় মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আজ সোমবার আদালতে আবেদন করেছে পুলিশ। মামলার অভিযুক্ত বিএনপির শীর্ষ নেতারা হলেন, এমকে আনোয়ার রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু এবং আব্দুল আউয়াল মিন্টু।
এর আগে গত ৪ জুন বিচারকের স্বাক্ষরের জন্য এদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আরও ২৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়।
অপরদিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবি খান সোহেলসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিএনপি-জামায়াত জোটের অনির্দিষ্টকালের জন্য ডাকা হরতাল-অবরোধের সময় গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর মৎস্য ভবনের কাছে পুলিশের গাড়িতে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়ে শামিম মিয়া নামের এক পুলিশ কনস্টেবল গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে মারা যান।