স্মার্টফোন বিক্রিতে ফের শীর্ষে অ্যাপল
প্রকাশিত হয়েছে : ২:২০:২০,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
প্রযুক্তি ডেস্ক :: গত তিন বছরের মধ্যে এবারই প্রথম স্মার্টফোন বিক্রির দিক দিয়ে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে অ্যাপল।
গত বছরের চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী অ্যাপল ৭ কোটি ৪৮৩ লাখ এবং একই সময়ে স্যামসাং ৭ কোটি ৩০৩টি স্মার্টফোন বিক্রি করেছে।
২০১১ সালের পর ফের স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পেছনে ফেলল অ্যাপল।
চতুর্থ প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রির পরিমাণ বেড়ে যায়। যার ফলে এগিয়ে যায় অ্যাপল। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
গত বছরের শেষের দিকে অ্যাপলের বড় পর্দার আইফোন ৬ এবং ৬ প্লাস বাজারে আসার পর দারুণভাবে বিক্রি শুরু হয়। শুরুর দিকে প্রথম প্রান্তিকে অ্যাপল নতুন আইফোন বিক্রি করে আয় করে ১ হাজার ৮০০ কোটি ডলার। চতুর্থ প্রান্তিকে এসে অ্যাপলের বিক্রি বেড়ে হয় প্রায় ৪৯ শতাংশ আর স্যামসাংয়ের হয় মাত্র ১২ শতাংশ।
গার্টনারের প্রধান গবেষক অংশূল গুপ্ত বলেন, গত বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে ক্রমাগত বিভিন্ন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেও এ কাজে সফল হতে পারছিল না। অন্যদিকে নিজেদের নতুন আইফোনের সাহায্যে এগিয়ে যাচ্ছে অ্যাপল।
অ্যাপল এবং স্যামসাং ছাড়া কম দামী চীনের তৈরি জিওমি, হুয়াইয়ের বাজারও বাড়ছে বলেও জানা গেছে।
তবে আবারও বিক্রির দিক দিয়ে শীর্ষ স্থানটি ধরে রাখার ব্যাপারে কাজ করে যাচ্ছে স্যামসাং।
ইতোমধ্যে গ্যালাক্সি এস সিরিজের নতুন কয়েকটি মডেলের স্মার্টফোনও বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।