সেলিমার বাসা থেকে এলো খালেদার জন্য খাবার
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৮,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের বাসা থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার আনা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে কিছু বক্সভর্তি খাবারের একটি ব্যাগ খালেদা জিয়ার কার্যালয়ে নিয়ে আসে জহুরুল ইসলাম নামে সেলিমার রহমানের একজন গৃহকর্মী।
পুলিশ খাবারের ব্যাগ তল্লাশি করে জহুরুলকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এরপর তিনি খালেদার কার্যালয়ে খাবার পৌঁছে দেন। বের হওয়ার সময় কিছু কাপড়-চোপড় ধোয়ার জন্য নিয়ে যায়। বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ফেরত পাঠানো হয়।






