সিটি নির্বাচন নিয়ে বিদেশীদের কথা বলার প্রয়োজন নেই
প্রকাশিত হয়েছে : ১২:০৭:০৬,অপরাহ্ন ০২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নির্বাচনই। সিটি নির্বাচন সঠিক নিয়মতান্ত্রিক ভাবে, সুষ্ঠু পরিবেশে সর্ম্পন্ন হয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এ দেশের কর্ম পরিকল্পনা, নীতি নির্ধারণ আমরাই ঠিক করবো। নির্বাচন নিয়ে ভুল ক্রুটি হলে সেটাও আমরাই ঠিক করবো। এ ব্যাপারে জাতিসংঘ সহ বিদেশীদের কোন কথা বলার প্রয়োজন নেই।
শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব সাহিত্য কেন্দ্র’র একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাজ্যেসহ বিদেশীরা হতাশ এবং ৩০০০ কেন্দ্রে সহিংস ঘটনা ঘটেছে এমন মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ফাঁকা বুলি আওড়াবেন না। নির্বাচন নিয়ে কোন কথা থাকলে তথ্য প্রমান হাজির করে কথা বলুন। ৩০০০ কেন্দ্রে সহিংস ঘটনাতো দূরের কথা ১৫০ কেন্দ্র’র সহিংস ঘটনার কথা কেউ প্রমান করতে পারবে না।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।