সালাহ উদ্দিনকে তৃতীয় কোন দেশে নিয়ে যেতে চান স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৫০:০৩,অপরাহ্ন ১৯ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের শিলং-এ সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের স্ত্রী ভারতের শিলংয়ে গিয়ে বলেছেন, আইনী প্রক্রিয়ায় তিনি তার স্বামীকে তৃতীয় কোনো দেশে নিয়ে যেতে চান।
হাসিনা আহমেদ গতকাল মেঘালয় রাজ্যের ঐ শহরে গিয়ে পৌছার পর শিলং সিভিল হাসপাতালে তার স্বামীর সাথে দেখা করেছেন।
স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে এই সাক্ষাতের সময় হাসিনা আহমদের সাথে বিএনপির কয়েকজন নেতাও ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট কথা বলেছেন।
হাসিনা আহমদ পরে তার স্বামীর দেখাশুনো এবং চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাকে তৃতীয় কোন দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে চেষ্টাই করবেন তিনি। শিলং পৌছানোর পর হাসিনা আহমদ সেখানকার আইনজীবীদের সাথেও কথা বলেছেন।
এর আগে গত ১১ই মে – ঢাকা থেকে তার অর্ন্তধানের মাস দুয়েক পর – রহস্যজনকভাবে শিলংয়ে গিয়ে হাজির হন মি আহমেদ।
হাসপাতালে আজ তিনি সাংবাদিকদের বলেন, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি, বরঞ্চ তার চোখ-হাত বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। শিলংয়ের এক হাসপাতালে পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই তিনি সাংবাদিকদের সামনে একথা বলেন।
শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন বন্দীদের বিভাগে চিকিৎসাধীন আছেন সালাহউদ্দিন আহমদ। এই হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোস্বামীর তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের আরো বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান।
গতকালই হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরীক্ষার পর ডা. ডি জে গোস্বামী বলেছেন,সালাহ উদ্দিন আহমেদ সুস্থ-স্বাভাবিকভাবেই কথা বলছেন। তার স্মৃতিভ্রম হয়েছে এমন কোন প্রমাণ পান নি চিকিৎসকরা।
দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ১১ ই মে শিলংয়ে মি. আহমেদের খোঁজ পাওয়া যায়।