‘সালাহউদ্দিনকে নিয়ে মিথ্যাচার করছেন মন্ত্রীরা’
প্রকাশিত হয়েছে : ২:২৯:৪৫,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপি কোন মিথ্যাচার করছে না। কিন্তু এই ঘটনা নিয়ে সরকারের মন্ত্রীরা কাজ বাদ দিয়ে যে ডুগডুগি বাজাচ্ছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন তার জবাব দেয়া হবে।
বুধবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের লোকজন মানবপাচারে জড়িত অভিযোগ করে রিপন বলেন, শাসক দলের আশ্রয়-প্রশ্রয়ে তাদের দলের লোকজন মানবপাচার করছেন। এটা খুবই মানবিক বিষয়। তিনি বলেন, প্রয়োজনে আমরা মানব পাচার রোধে নতুন আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। সরকারকে বিএনপি সহযোগিতা করবে। মানবপাচারে যে আইন আছে তা পরিবর্তন করতে হবে।
থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা করে জাতিসংঘের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কয়েকজন মানব পাচারকারী নিহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের বন্দুকযুদ্ধের বিপক্ষে বিএনপির অবস্থান।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) লতিফ খান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।