সারা দেশে আজ প্রতীকী ‘ব্ল্যাক আউট’
প্রকাশিত হয়েছে : ২:০৯:০৩,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৪
মো.আবদুল্লা আল আমীন:: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে অভিযান চালায় তার সাংকেতিক নাম বা কোডনেম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। সেই অভিযানে ঢাকায় প্রায় অর্ধলক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল। সেই রাতটিকে স্বাধীন বাংলাদেশে বর্ণনা করা হয় ‘ভয়াল কালরাত্রি’ হিসেবে। এর পর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়।
এ বছরও ২৫শে মার্চ দিনটিকে গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বেসরকারি বিভিন্ন সংগঠন। আজ সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
রাত ১১টা থেকে রাত ১১টা ০১ মিনিট পর্যন্ত প্রতীকী এ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।