সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২১,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৪
নিউজ ডেস্ক: সকাল থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জানা গেছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি রবিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মনবাড়িয়া জেলার তালশহর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যূত হয়, যার ফলে এ রুট দিয়ে সবধরণের রেল চলাচল বন্ধ হয়ে যায়। তাই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে কোন ট্রেন ছেড়ে যেতে পারছে না। একইভাবে সিলেটে স্টেশনেও কোন ট্রেন পৌঁছানো সম্ভব হচ্ছে না।
দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মনবাড়িয়া স্টেশনে ও চট্টগ্রামগামী প্রভাতী ট্রেন ভৈরব রেলওয়ে জংশনে আটকা পড়েছে বলে জানা গেছে।
ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক জানান- আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি দুইটি উদ্ধার করে পুণরায় রেল যোগাযোগ স্থাপিত হতে অন্তত দুইঘন্টা সময় লাগতে পারে।