সানি লিওনের কাণ্ড!
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৩৪,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী পর্নো তারকা সানি লিওন এ কী কাণ্ড করলেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউডের ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের মাস্তিজাদে সিনেমার পোস্টার। পোস্টারে বিকিনি পরে হাজির হয়েছেন সাবেক এ পর্নো তারকা।
বলিউড ক্যারিয়ারের প্রথম সিনেমা জিসম টু তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শিহরণ জাগিয়েছিলেন সানি। তারপর তার ব্লকবাস্টার রাগিণী এমএমএস টু সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের মাধ্যমে বাড়িয়ে দিয়েছিলেন দর্শকের শরীরি উষ্ণতা।
এবার তিনি হাজির হচ্ছেন তার সেক্স কমেডি সিনেমা মাস্তিজাদে নিয়ে। ছবির পোস্টারে দেখা গেছে বিকিনি পরে সমুদ্রের তীরে পোজ দিয়ে আছেন সানি লিওন।
মাস্তিজাদে সিনেমাটি পরিচালনা করেছেন ম্যায় তেরা হিরো, গ্র্যান্ড মাস্তি, স্যুটআউট এ্যাট ওয়াদালার মতো ব্যবসাসফল সিনেমার পরিচালক মিলাপ জাভেরি। পরিচালকের আগের সিনেমাগুলোর মতো এ সিনেমাটিও সেক্সকমেডি ধারায় তৈরি।
এতে সানি লিওন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চরিত্র দুটির নাম লাইলা ও লিলি। ছবিটিতে সানি লিওনের বিপরীতে অভিনয় করছেন তুষার কাপুর।