সাংবাদিকতায় অপি করিম!
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:২৮,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::সাংবাদিকতা পেশায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তার একটি সংগঠন আছে। যারা সবাই একাত্তরের জেনোসাইড নিয়ে কাজ করছে। ঘটনাক্রমে অপি আলিমুদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা, ক্ষমতাধর ও ধর্মপ্রাণ ব্যক্তির সাক্ষাৎকার নেয়। আলিমুদ্দিনকে ভালো মানুষ হিসেবেই জানতেন তিনি। কিন্তু সাক্ষাৎকারটি প্রকাশের পরই বেরিয়ে আসে আলিমুদ্দিনের আসল রূপ।
এমনই এক গল্প নিয়ে বাংলাদেশ শিরো নামের একটি নাটকে কাজ করছেন জনপ্রিয় এ অভিনেত্রী, যাতে তার নাম রয়েছে সেঁজুতি। গতকাল ২০ নভেম্বর থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে নাকটির প্রথম দিনের শুটিং শুরু হয়েছে। এতে আলিমুদ্দিন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। এ ছাড়া এতে শতাব্দী ওয়াদুদ, শিমুলসহ আরো অনেকেই অভিনয় করছেন।
বিজয় দিবস উপলক্ষে তরুণ নির্মাতা মাহমুদ দিদারের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে বাংলাদেশ নাটকটি।
নির্মাতা সূত্রে জানাগেছে, সোহরাওয়ার্দী উদ্যান, হাইকোর্ট, কার্জন হল, উত্তরা ও একটি পত্রিকা অফিসসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এ নাটকের শুটিংয়ের কাজ চলবে। বেসরকারি টেলিভিশন আরটিভিতে চলতি বছরের ১৬ ডিসেম্বর নাটকটি প্রচারিত হবে।