‘সরকার মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে’
প্রকাশিত হয়েছে : ১:০৩:১৯,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বর্তমান সরকারকে জালেম সরকার মন্তব্য করে খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী বলেছেন, এই সরকার মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে সাবেক সংসদ সদস্য আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর পুত্র মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, আমরা সরকারের বিরোধিতা করার জন্য আলোচনা সভা করিনা। আমরা করি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলে। তারা সরকার হোক আর যারাই হোক, আমরা তাদের বিরোধিতা করে যাবো।
আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর সৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তিনি বেঁছে থাকলে সরকার মুসলমানদের বিরোধিতা করতে এতো সাহস পেতনা। উনি চলে যাওয়ার পর যে ক্ষতি হয়েছে আল্লাহ-তাহালা সেই ক্ষতি পূরণ করে দেয়।
তিনি আরও বলেন, আমার জীবনে আমি কখনও দেখিনি উনি নিজের জন্য কিছু করতে। তিনি সবসময় ইসলামী পথে থাকতেন। তাকে কখনই কোন খারাপ কাজ করতে আমি দেখিনি।
ইসলামী খেলাফত ঢাকা দক্ষিনের সভাপতি মুহম্মদ আবুল হাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, খেলাফতে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ফজলুর রহমান, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী প্রমুখ।