সরকার অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে
প্রকাশিত হয়েছে : ১:১১:৩৩,অপরাহ্ন ২৪ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দেশে জবাবদিহিমূলক সরকারের অভাব একটি অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর পথ ছেড়ে সবাইকে নিয়ে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থাকে কিভাবে বাঁচানো যায়-তা নিয়ে সরকারের যেন কোন মাথা ব্যথা নেই।
সোমবার বিকেলে পল্টনে বিএনপির বেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
দলের পক্ষে তিনি অভিযোগ করে বলেন, বর্তমান আওয়ামী সরকারের শাসনামলে বেকারত্ব, কর্মের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। যার ফলে আন্তার্জাতিক দালাল চক্রের প্রলোভন ও প্রতারণা পড়ে সাগরের বুকে হাজার হাজার নিরীহ বাংলাদেশি মৃত্যুর মুখে।
এমন অবস্থা থেকে তাদের উদ্ধার করতে বর্তমান সরকারের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘এমনি পরিস্থিতিতে দেশে বিনা ভোটের সরকার নির্বিকার ভূমিকা পালন করে চলেছে।’
আসাদুজ্জামান রিপন বলেন, ভোটারবিহীন নির্বাচনে গঠিত জাতীয় সংসদ জনগণের কথা বলেনা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নারীর সম্ভমহানীর অসংখ্য ঘটনা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ধান-চাল-গম সরকারীভাবে সংগ্রহের নীতি মার খাওয়ায় শাসকদলীয় মধ্যসত্ত্বভোগীদের দাপটে দেশে কৃষককূল আজ দিশেহারা হয়ে পড়েছে।
সংসদের বিরোধী দলের প্রতি ধিক্কার জানিয়ে তিনি বলেন, সরকারের প্রশংসায় পঞ্চমূখ বিনাভোটের গৃহপালিত তথাকথিত বিরোধী দলও কার্যতঃ সরকারের অংশ হয়ে গেছে বলে প্রকৃত সত্য উচ্চারণ, জনগণের পক্ষে কথা আজ জাতীয় সংসদে উচ্চারিত হয় না।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা পহেলা বৈশাখে নারী নির্যাতন এবং সম্প্রতি এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে না পরায় প্রশাসনিক ব্যবস্থারও সমালোচনা করেন তিনি।