সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশসেবায় এগিয়ে আসতে হবে : কাজী নাবিল আহমেদ
প্রকাশিত হয়েছে : ২:২০:০০,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশসেবায় এগিয়ে আসতে হবে। রবিবার বিকেলে যশোর সদরের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, এ সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সঠিক সময়ে বই বিতরণ করেছে। আগামীতে ঠিক তেমনি সবার হাতে ল্যাপটপও তুলে দেবে। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, অচিরেই তাদের বিল্ডিংয়ের সমস্যা সমাধান করা হবে।
অনুষ্ঠানে তিনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ইমামুল কবীর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু প্রমুখ।