লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ৬:১৬:২৫,অপরাহ্ন ১৭ মে ২০১৫
প্রবাস ডেস্ক :: লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সরকার। লিবিয়া থেকে অবৈধ পথে বাংলাদেশিদের ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোববার আফ্রিকার উত্তরাঞ্চলের ভূমধ্যসাগর তীরবর্তী দেশটির সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ব্যাপক সহিংসতায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে মানবপাচারকারীদের অভয়ারণ্যও হয়ে উঠেছে লিবিয়া। দেশটির উপকূল ঘেঁষেই সাধারণত ইতালি, গ্রিস, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করে অবৈধ অভিবাসীরা।
তেল-গ্যাস-খনিজ সমৃদ্ধ দেশটির বিশ্ব সম্প্রদায় স্বীকৃতি সরকারের মুখপাত্র হাতেম উরাইবি বলেন, বাংলাদেশি শ্রমিকদের লিবিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা এখানকার কারখানাগুলোতে কাজ করতে এলেও পরে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।
এ নিষেধাজ্ঞা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকারের প্রচেষ্টারই অংশ বলে জানান হাতেম উরাইবি।
পূর্বাঞ্চলভিত্তিক এ সরকারের নিষেধাজ্ঞা পূর্বাঞ্চলেরই স্থল সীমান্ত, নদী, সমুদ্র ও বিমানবন্দরে বলবৎ থাকবে। এর বেশি বিস্তারিত জানাননি সরকারের এ মুখপাত্র।