রেল দুর্ঘটনা: দ্বিগুণ দামে খাবার কিনে সেহরি করেছেন যাত্রীরা
প্রকাশিত হয়েছে : ৫:০৫:৪৮,অপরাহ্ন ২৭ মার্চ ২০২৪
রমজান মাসে নির্দিষ্ট সময়ে ঘরে পৌঁছে সেহরি করার কথা থাকলেও পাবনার ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনার কারণে নির্দিষ্ট স্টেশনেই দ্বিগুণ দামে খাবার কিনে সেহরি করেছেন যাত্রীরা।
মো.আবদুল্লা আল আমীন
যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের অবহেলায় ও অসচেতনতার কারণে যাত্রীদের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। উপায় না পেয়ে অতিরিক্ত টাকা দিয়ে খাবার ক্রয় করেই সেহরি খাচ্ছেন তারা।
আরও পড়ুন: ঈশ্বরদীতে ক্রসিংয়ের সময় মালবাহী ও তেলবাহী ট্রেন লাইনচ্যুত
রেল কর্তৃপক্ষকে দায়ী করে একাধিক যাত্রী বলেন, ‘ট্রেন কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির অভাবেই এমন দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটছে। এতে করে সাধারণ মানুষদের ভোগান্তি হচ্ছে।’
রেলযাত্রী মীম খাতুন বলেন, ‘ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম, ভেবেছিলাম বাড়িতে গিয়ে সেহরি খাব। কাছে তেমন টাকাও নেই। যে টাকা ছিল সেই টাকা দিয়ে খাবার কিনতে গিয়েছিলাম, গিয়ে দেখি দাম বেশি। অল্প করে খাবার কিনে সেহরি করলাম।’
কাদের আলী (৫৫) নামের একজন বলেন, ‘বুঝলাম ভুলবশত রেল দুর্ঘটনা ঘটেছে। এতে করে সাধারণ মানুষকে জিম্মি করে হোটেল ব্যবসায়ীরা একই শুরু করেছে। সেহরি খাওয়াকে পুঁজি করে তারা খাবারের দাম দ্বিগুণ থেকে তিনগুণ করেছে যেটা উচিত নয়।’