রেলওয়ের নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ১:১৩:৩৭,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) গার্ড গ্রেড-২ ও পার্শেল সহকারী গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা সময় পরিবর্তন করা হয়েছে।
আগামী ১২ জুন সকাল ১০টার পরিবর্তে বিকাল ৫টায় গার্ড গ্রেড-২ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পার্শেল সহকারী গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা আগামী ১২ জুন বিকেল ৩টা রিবর্তে আগামী ২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বুধবার রেলপথ মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়নি। যে প্রার্থীর যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা, ঠিক সেখানেই অনুষ্ঠিত হবে।