রিমান্ড শেষে আদালতে এমপি পিনুর ছেলে
প্রকাশিত হয়েছে : ১০:১০:০২,অপরাহ্ন ১৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
চার দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর নিউ ইস্কাটনে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজন নিরীহ মানুষকে হত্যার ঘটনায় রনিকে গ্রেফতার করা হয়।
গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় মদ্যপ অবস্থায় প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়েন সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি। তার ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগের রিকশাচালক আব্দুল হাকিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ গত ৩১ মে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। এরপর ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
শনিবার চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে বিকেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
বখতিয়ার আলম রনির মা সাংসদ পিনু খান। তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বখতিয়ার যে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন, সেই গাড়িটির মালিক তার মা। ওই প্রাডো গাড়িটি দু-এক দিনের মধ্যে জব্দ করা হবে বলে তদন্ত-সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।