রাষ্ট্রপতির সাথে বেগম জিয়ার সাক্ষাৎ মঙ্গলবার সন্ধ্যায়
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:৪২,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৩
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার রাষ্ট্রপতির সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার অফিস থেকে বঙ্গভবনে চিঠি পাঠানো হয়। দ্রুত ব্যবস্থা নেয় বঙ্গভবন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়াকে সময় দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
সোমবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পরিবর্তনকে বলেন,“বিএনপি সবসময় শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সংকটের নিরসনের পক্ষে। তাই চলমান সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন চেয়ারপার্সন।। ইতোমধ্যে রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতাকে সময়ও দিয়েছেন।”
বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রীদের শপথের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিরোধীদলীয় নেতার এ সাক্ষাৎ, জানান তিনি।
গোটা দেশে যেন এক ঝলক স্বস্তির বাতাস বয়ে গেলো। ফুলের সুবাস ঘেরা বঙ্গভবন মঙ্গলবারের সন্ধ্যায় সেই সুবাস, সুরভি ছড়িয়ে দেবে বাংলার ঘরে ঘরে। সব মানুষ চেয়ে আছেন শান্তিপূর্ণ সমাধান আর অগ্রগতির আকাঙ্ক্ষা নিয়ে।