রামপালে বিদ্যুৎ কেন্দ্র না করার আহবান বিএনপির
প্রকাশিত হয়েছে : ১২:২৯:২২,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার আহবান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে দলটির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে সুন্দর বনের উপর ক্ষতিকারক প্রভাব পড়বে। ক্ষমতাসীনরা যদি জনগণ ও সুন্দরবনের সৌন্দর্যের কথা চিন্তা করে থাকেন তাহলে তাদের এই একগুয়েমি চিন্তা থেকে সরে আসবেন।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি বলছে না কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই করতে হবে, তবে সেটা রামপালে নয়। অন্যকোথাও বা কক্সবাজারে যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হয় সেখানে সরকারকে সহযোগিতা করবে বিএনপি।
তিনি বলেন, জুন মাসে ইউনেস্কো জরিপ করবে। সে জরিপে পৃথিবীর সপ্তম আচার্য থেকে সুন্দর বনের নাম বাদ গেলে জাতির জন্য লজ্জাজনক হবে। তাই আমরা বিদ্যুৎ কেন্দ্রর বিরোধীতা করছি না। অন্যত্র যে কোন সুবিধা জনক জায়গায় স্থাপন করতে পারে।
তিনি আরো বলেন, সরকার জনগণের পকেট কাটার জন্য নয়। তাই দেশ ও জনগণের কখা বিবেচনা করে এক ঘুয়েমী থেকে বের হয়ে আসবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, আইন বিষয়ক সম্পাক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।