রাজশাহীতে বিজয় শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ৯:১৭:১৭,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিজয় শোভাযাত্রা করেছে রাজশাহী জেলা প্রশাসন।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে এ বিজয় শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি গৌরহাঙ্গায় শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে কাশিয়াডাঙ্গাসহ বিভিন্ন প্রধান সড়ক ঘুরে শিল্লকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিনাতুন নেছা তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র আবদুল হাদি, মুক্তিযোদ্ধা দুরুল হুদা, বিশিষ্ট কলাম লেখক রুহুল আমিন প্রমাণিক প্রমুখ।
এদিকে একই লক্ষ্যে সকাল সাড়ে ৯টা থেকে শিশু একাডেমিতে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
পরে বেলা ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে সংবধর্না শেষে সেখানে রক্তদান কর্মসূচি পালিত হয়।