যে ভাবে দীর্ঘস্থায়ী হবে স্মার্টফোনের চার্জ
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:২২,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: স্মার্টফোনের বিশেষ কিছু সুবিধার পাশাপাশি একটি অসুবিধাও রয়েছে, আর তা ব্যাটারির চার্জ। তবে বেশিক্ষণ স্মার্টফোনের ব্যাটারির চার্জ ধরে রাখতে কিছু পদ্ধতি মানলেই সমস্যার কিছুটা সমাধান হতে পারে।
অবস্থান বা লোকেশন-সুবিধা বন্ধ রাখলে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয় না। ব্যবহার না হলে অ্যাপ বন্ধ রাখুন বা মুছে ফেলুন (ডিলিট) তাতে কিছুটা চার্জ সাশ্রয় হবে। পাশাপাশি কমিয়ে রাখুন পর্দার ঔজ্জ্বল্য (ব্রাইটনেস)। একই সাথে নোটিফিকেশন বন্ধ রাখুন বা সেটিংসে গিয়ে বদলে নিন। আর দরকার ছাড়া ওয়াই-ফাই/এলটিই বন্ধ রাখুন।
এ ছাড়াও আন্ডারপাস ও বেসমেন্ট অর্থাৎ মাটির নিচে থাকার সময় এয়ারপ্লেন মোড চালু করে নিলে আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী হতে পারে।