‘মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে’
প্রকাশিত হয়েছে : ১০:০০:২৮,অপরাহ্ন ১২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। যারা এর বিরোধীতা করে বক্তব্য দিচ্ছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। বাংলাদেশ সম্পূর্ণভাবে জঙ্গী তৎপড়তা বন্ধ করতে পেরেছে। তাই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন জঙ্গী তৎপরতা আর সন্ত্রাসী করে রাজনীতি করা যায় না, তাই খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন।
আজ শুক্রবার ভোলা শিল্পকলা একাডেমীতে ১০ জন গুনী শিল্পীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে খালেদা জিয়া তখন দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত গত তিন মাস আগের দেশব্যাপী সন্ত্রাসী তান্ডব। এ কারণে দেশের অর্থনীতি মারাত্বক হুমকির মুখে পরেছিল। জনসমর্থনহীন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন চুপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বানিজ্যমন্ত্রী আরো বলেন, এখন দেশ রাজনৈতিক ভাবে স্থিতিশীল, দেশের রপ্তানি লক্ষমাত্রা বেড়ে এ বছর ৯ থেকে ১৪ বিলিয়নে উন্নিত হয়েছে। তাই দৃঢ় ভাবে আবারো বলা যায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। এই সরকারের অঙ্গীকার ছিল, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করা। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
জেলা প্রশাসক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ নাট্য শিল্পী এম ফারুকুর রহমান।
ভূষিত দশ গুনী শিল্পীরা হলেন, এম ফারুকু রহমান (নাটক), প্রশান্ত চন্দ্র করঞ্জাই (আবৃতি), এ.ইউ.এম শাকির (সঙ্গীত) কাজী নাসিমা শিরিন তুলি (নৃত্য), ২০১৪ জন্য ভাষ্কর চন্দ্র মজুমদার (তবলা) এবং এম এ তাহের (নাটক), আনোয়ার হোসেন (আবৃত্তি), মনজুর আহমেদ (সঙ্গীত), কবি হাসান মাহমুদ (ফোক গান), ২০১৫ জন্য প্রদীপ রায় (তবলা)। এদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদ ও নগদ দশ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়।