মেঘবালিকা কাব্যগন্থ এর মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১:২২:৪৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
এবারের একুশের বই মেলায় এক অন্যতম আকর্ষন হিসাবে স্থান করে নেয় প্রবাসী লেখিকা লিপি হালদারের কাব্যগ্রন্থ “মেঘবালিকার কাব্য”। নানান বৈচিত্র্যের কবিতাগুচ্ছের এই বইটি প্রকাশ করেছে সমগ্র প্রকাশনী।গত ২০ শে ফেব্রুয়ারী,রোজ শুক্রবার বিকাল সাড়ে পাচটায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চে অনুষ্টিত হয় কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন।উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিশিষ্ঠ লেখক, বাংলা একাডেমীর শিশু সাহিত্যে পুরস্কার প্রাপ্ত লেখক,ছড়াকার আখতার হুসেন,প্রধান অতিথির আসন অলংকৃত করেন লন্ডন প্রবাসী লেখক, কবি, গল্পকার শামীম আজাদ, প্রকাশক শওকত আলী তারার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রথম বাংলাদেশী কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন,লন্ডন প্রবাসী প্রবীর কবি গোলাম কবির,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের, মা ও শিশু বিষয়ক পরিচলক ডাঃ ইসরাত জাহান, সুবচন নাট্যগোষ্ঠির পরিচালক গিয়াস আহমেদ এবং কবি ও লেখক আসাদুল ইসলাম।অনুষ্ঠানটির সমন্বয়সহ মুল আয়োজক হিসাবে দায়িত্ব পালন করেন মুক্ত আসরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আবু সাঈদ সুরুজ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তা বৃন্দ এই তরুন লেখিকার কাব্যে ভিন্ন মাত্রার জীবনের গভীর দর্শন,দেশ প্রেম, অন্যায়,মিথ্যা, সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার লেখার দিক গুলো তুলে ধরেন।একি সংগে জীবনের প্রেম, আবেগ, বিরহ, শিশুতোষ লেখায় তিনি যে নতুন মাত্রা এনে দিয়েছেন তার মানগত উতকর্ষতার উল্লেখ করে বলেন এই তরুন কবি এবং মানবতার লেখক ইতিমধ্যে বাংলার সাহিত্য আকাশে যে ছাপ রেখেছেন তা প্রশংসার দাবীদার এবং তা আরো উজ্জ্বল হয়ে উঠবে অচিরেই।পাঠক হৃদয়ে স্থান করে নেবে প্রত্যাশা করে উপস্থিত বৃন্দ সকলকে বইটি সংগ্রহের জন্য অনুরোধ করেন এবং কবির সাফল্যকামনা করেন।
লিপি হালদারের প্রথম কাব্যগ্রন্থ মেঘ বালিকার কাব্যগ্রন্থ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখিকার আত্বীয়, বন্ধু, শুভাকাংখী বৃন্দ।বইটি পাওয়া যাচ্ছে বই মেলার গদ্যপদ্য স্টল (৪০৯/৪১০)সহ, লিটল ম্যাগাজিন চত্বর, স্বপ্ন ৭১ এ।এছাড়া রাজবাড়ি জেলায় রহমানিয়া লাইব্রেরীসহ আসছে বগুড়া একুশের বইমেলাতেও বইটি পাওয়া যাবে।লেখিকা উপস্থিত থাকতে না পারলেও, উপস্থিত সকলে লন্ডনে থেকে শুভেচ্ছা জানান এবং বইটি পড়ে দেখার জন্য সকলকে অনুরোধ করেন।তিনি বলেন বইটি পড়লে পাঠক হৃদয়ে তা ছাপ রাখবেই বলে তার দৃড় বিশ্বাস এবং পাঠক সাথে থাকলে ভবিষ্যতে আরো উপন্যাস, প্রবন্ধ, রাজনীতি বিষয়ক লেখা এবং কবিতা উপহার দেবার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের প্রার্থনা কামনা করেন।