মুম্বাইয়ে রোবটিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বিতীয়
প্রকাশিত হয়েছে : ৯:১৪:২৫,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাংলাদেশের পক্ষে এ অর্জন নিয়ে এসেছে বুয়েটের টিম এক্সপোনেনসিয়াল। বুয়েটকে মাত্র চার পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকার মোরাতুয়া বিশ্ববিদ্যালয়।
বিশ্বের সম্ভাবনাময় তরুণ রোবট নির্মাতাদের নিয়ে প্রতিযোগিতাটি শুক্রবার শুরু হয়। গতকাল রোববার শেষ হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মিশর, ইথোপিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল, নিউনিশিয়াসহ মোট ১২ টি দেশের ১২ টি দল।
টিম এক্সপোনেনসিয়াল এর আগে ২০১৪ সালের মার্চে ভারতের কানপুরে টেক ক্রিটি রোবটিক প্রতিযোগিতার মুল পর্বেও দলটি অংশ নেয়। সেখানে চ্যাম্পিয়ন হয় তরুণ রোবট নির্মাতাদের এই দল। বিজয়ী টিমের সদস্যরা হচ্ছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খালিদ বিন মইনউদ্দিন ও আল আরাবি।