মুজাহিদের আপিলের রায় ১৬ জুন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৪৪,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামী ১৬ জুন ধার্য করা হয়েছে।
আজ বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট এই দিন ধার্য করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৯ মে এ আপিল শুনানি শুরু হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ৬ কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও মামলা সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) পাঠ শেষ করে আসামিপক্ষ। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের মৃত্যুদন্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল-২।