মিয়ানমারে মিললো আরো ৩৭ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১:৩৭:০৭,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
প্রবাস ডেস্ক :: সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জনের মধ্যে আরও ৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত করেছে মিয়ানমার। তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কথা হয়েছে। আগামী বুধ অথবা বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে আনা হতে পারে।
মঙ্গলবার বিজিবির একটি সূত্র জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে আনা হবে। মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বিজিবির এ সংক্রান্ত কথা হয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার এমএম আনিসুর রহমান জানান, মিয়ানমার কর্তৃপক্ষ প্রথম থেকে এদের মধ্যে ২০০ জনকে বাংলাদেশি বলে দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে নানাভাবে যাচাই-বাছাই শেষে ৮ জুন ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফেরত আনা হয়। পরে অবশ্য ওই ১৫০ জনের মধ্যে দু’জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। নিবিড় যাচাই শেষে আরও ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ।
তিনি আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক বলে সনাক্ত করা হয়। পরে কূটনৈতিক প্রক্রিয়া শেষে ৮ জুন সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই অভিবাসীদের বিজিবি’র কাছে হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ।