মিডিয়াগুলো সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা করে না: সংস্কৃতি মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৫৩,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমানে মিডিয়াগুলো (টেলিভিশন-পত্রিকা) সরকারের সমালোচনায় ব্যস্ত, তারা উন্নয়ন নিয়ে কোনো আলোচনা করে না।
বুধবার দুপুরে শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবন মিলনায়তনে বাংলাদশে বেতারের হীরকজয়ন্তী উপলক্ষে ‘দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আমাদের বেতার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে আমাদের সন্তানদের যেভাবে বাংলা চ্যানেলের পরিবর্তে হিন্দি চ্যানেলগুলো দেখানো হচ্ছে, তাতে করে ভবিষ্যতে তারা বাংলার পরিবর্তে হিন্দি ভাষায় কথা বলা শুরু করবে।
সেমিনারে মন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ২টি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান রয়েছে। এই ২টি প্রতিষ্ঠানই অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে ভালো রয়েছে। আমরা বাংলাদেশ বেতারকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান করার পরিকল্পনা করছি। তখন তারা আরো ভালো করবে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম প্রমুখ।