‘মাহি শয়তান, আব্বাস বোমাবাজ’
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:০৫,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৫
 নিউজ ডেস্ক :: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের (ডিসিসি) মেয়র প্রার্থী মাহি বি চৌধুরী ভদ্রবেশী শয়তান আর বিএনপি নেতা মির্জা আব্বাস বোমাবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
নিউজ ডেস্ক :: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের (ডিসিসি) মেয়র প্রার্থী মাহি বি চৌধুরী ভদ্রবেশী শয়তান আর বিএনপি নেতা মির্জা আব্বাস বোমাবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা দৈনদশা ভুগছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির দৈনদশা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন প্রার্থী খুঁজে পাচ্ছে না।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।







