মার্কিন সামরিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক
প্রকাশিত হয়েছে : ৯:০৪:২৩,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিলিটারি কমান্ড বা সেন্টকম এর টুইটার ও ইউটিউব একাউন্ট হ্যাক করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে মার্কিন সাইবার জগতে চালানো একটি ধ্বংসাত্মক কর্ম হিসেবে বিবেচনা করছে।
ইসলামিক স্টেট বা আইএস এর হয়ে সাইবার খিলাফত নামের একটি সংগঠন এই কাজ করেছে বলে দাবী করা হয়েছে। সেন্টকম এর টুইটার ফিডে হ্যাকাররা লিখেছে, “মার্কিন সৈন্যদল, আমরা আসছি, এবারে নিজেদের সামলাও”। হ্যাকাররা কয়েকজন সেনা কর্মকর্তার নামের একটি তালিকা, তাদের ফোন নাম্বার এবং মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু ডকুমেন্ট-ও প্রকাশ করেছে। তবে, ক্লাসিফাইড বা গোপনীয় কোনো তথ্য প্রকাশিত হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এই ঘটনাটি বিব্রতকর কিন্তু নিরাপত্তার জন্য উদ্বেগজনক নয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে একটি বক্তব্য দেয়ার সময় হ্যাকিংয়ের এই ঘটনাটি ঘটেছে।