মারা গেছেন আইএসআইএল প্রধান বাগদাদি
প্রকাশিত হয়েছে : ১:০২:২৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক নিউজ: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আবু বকর আল-বাগদাদি প্রথমে আহত হলেও পরে মারা গেছেন। ইতালির বার্তাসংস্থা ‘আনসা’ এ খবর দিয়েছে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী আল-জাফরি তার টুইটার পেইজে এ তথ্য প্রকাশ করেছেন বলে বার্তাসংস্থাটি জানিয়েছে।
আল-আরাবিয়া টিভি চ্যানেল স্থানীয় সূত্রের বরাত দিয়ে গত শনিবার জানিয়েছে, ইরাকের আল-আনবার প্রদেশে আইএসআইএলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক চলাকালে মার্কিন বিমান হামলায় আবু বরক আল-বাগদাদি আহত হয়েছে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রথমে এ দাবি করা হয়েছিল। পরবর্তীতে ইরাকি প্রধানমন্ত্রী জানিয়েছে- বাগদাদির মৃত্যু হয়েছে।