মাঝ-আকাশে উড়ে গেল দরজা, বিমানের জরুরি অবতরণ
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৩৬,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানের দরজা মাঝ আকাশে উড়ে গেছে। বিমানটি ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
আলাস্কা এয়ারলাইন্সের যে বিমানটির দরজা মাঝ আকাশে উড়ে গেছে সেটি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান ছিল। ছবি: ভিডিও থেকে নেয়া
শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রীবাহী উড়োজাহাজটি পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের উদ্দেশে রওনা হয়েছিল, তখনই ঘটনাটি ঘটে।
🚨#BREAKING: Alaska Airlines Forced to Make an Emergency Landing After Large Aircraft Window Blows Out Mid-Air ⁰⁰📌#Portland | #Oregon
⁰A Forced emergency landing was made of Alaska Airlines Flight 1282 at Portland International Airport on Friday night. The flight, traveling… pic.twitter.com/nt0FwmPALE— R A W S A L E R T S (@rawsalerts) January 6, 2024
যাত্রীদের ধারণ করা ভিডিওগুলোতে দেখা গেছে, উড়োজাহাজটির মাঝখানের কেবিনটি থেকে বের হওয়ার দরজা বিমানটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) আলাস্কা এয়ারলাইন্স এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস১২৮২ বিমান উড্ডয়নের পরপরই সন্ধ্যায় একটি ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে।’
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এক্সে জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১২৮২ সংক্রান্ত একটি ঘটনার তদন্ত করছে তারা।
আলাস্কা এয়ারলাইন্সের যে বিমানটির দরজা মাঝ আকাশে উড়ে গেছে সেটি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান ছিল। ২০২৩ সালের ১ অক্টোবর আলাস্কা এয়ারলাইন্সের কাছে বিমানটি হস্তান্তর করে বোয়িং। এটি আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করে গত ১১ নভেম্বর। বিমানটি দিয়ে মাত্র ১৪৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটরাডার২৪।